সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে দেখা দেয় দীর্ঘ যানজট।
শনিবার (২৭ আগস্ট) রাত দশটার টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এক মোটরসাইকেল আরোহী ডাকাতদের কবলে পড়েন। প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সন্দেহভাজন একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেন তারা।
বিক্ষুব্ধরা জানান, কবিরপুর এলাকায় ডাকাতি-ছিনতাই প্রায়ই ঘটছে। তবুও সড়কে নিরাপত্তা বাড়াচ্ছে না পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘণ্টা তিনেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
/এডব্লিউ
Leave a reply