আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত

|

রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক কার্যক্রম রুখতে এবার আর্কটিক অঞ্চল প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদন্ত পাটিল। খবর দ্য গার্ডিয়ানের।

বেদন্ত জানান, উত্তরাঞ্চলীয় ৭ দেশে মার্কিন নীতি সম্প্রসারনে কাজ করবেন ওই প্রতিনিধি। জোরালো করবেন পারস্পারিক সম্পর্ক। শিগগিরই ঘোষণা করা হবে প্রতিনিধির নাম।

এ বিষয়ে ওয়াশিংটন বলছে, ভূরাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এ অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি যুক্তরাষ্ট্র সবসময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে। একই সাথে চীনের দৌরাত্ম বাড়া নিয়েও উদ্বিগ্ন তারা। তবে এ সিদ্ধান্তের প্রেক্ষিতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply