তিন মাস নিষেধাজ্ঞার পর ১ সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এ নিয়ে সুন্দরবন সাতক্ষীরা উপকূলে ব্যস্ত বনজীবীরা। চলছে নৌকা-ট্রলার প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ। অভাব অনটনে পড়ে থাকা বনজীবীরা কষ্ট ভুলে আবারও নতুন উদ্যমে ফিরতে চান সুন্দরবনে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনে প্রবেশে ছিল তিন মাসের নিষেধাজ্ঞা। ১ সেপ্টেম্বর থেকে উঠে যাচ্ছে সেই বিধিনিষেধ। এতে স্বস্তি ফিরেছে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন নির্ভর মানুষের। তারা এখন প্রস্তুতি নিচ্ছেন মাছ ও কাঁকড়া ধরতে বনে যাওয়ার।
সাতক্ষীরা রেঞ্জে আছে অন্তত ১০০টি পর্যটক ট্রলার। সেগুলোও চলছে মেরামত। প্রত্যাশা-ঘুড়ে দাঁড়ানোর। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম বলছেন, পর্যটনের ওপর এবার বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে জলজপ্রাণীর অস্তিত্ব সংকটের বিষয়টি।
বন বিভাগ বলছে, সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়ার বিএলসি রয়েছে দুই হাজার ৯০০টি। এর মধ্যে নবায়ন হয়েছে ২৭৯৬টি। বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১০৪টি। মধু মোম সংগ্রহের বিএলসি ৩০০, গোলপাতা ২৮ ও লবণপানির রয়েছে ১০টি বিএলসি।
/এডব্লিউ
Leave a reply