বিভ্রান্তিকর কথা বলে জনগণের মন জয়ের চেষ্টা করছে আ. লীগের নেতারা: রিজভী

|

ফাইল ছবি

আওয়ামী লীগের নেতারা বিভ্রান্তিকর কথা বলে জনগণের মন জয় করার চেষ্টা করছে, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (২৮ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাসাসের ‘দুঃশাসনের বিরুদ্ধে কবিতা ও গান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির উপজেলা পর্যায়ের কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ একসঙ্গে আক্রমণ চালাচ্ছে। এমন গণতন্ত্রহীন বাংলাদেশ প্রত্যাশিত ছিল না। মন্ত্রীপাড়ায় ঠিকই বিদ্যুৎ থাকে কিন্তু সাধারণ মানুষ অন্ধকারে।

রুহুল কবির রিজভী আরও বলেন, দেশে যে গুম-খুন-নির্যাতন চলছে তা মানুষ ভুলবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply