স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান ঢাকার মিরপুর থেকে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে নুসরাতসহ তার ৫ সহপাঠী নদীতে গোসল করতে নামে। এর মধ্যে নুসরাতসহ ২ জন পানিতে ডুবে যায়। বাকিদের চিৎকার শুনে আশপাশের লোকজন পানিতে নেমে একজনকে জীবিত উদ্ধার করেন। এর মধ্যে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হলে তারাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয়। এক ঘণ্টা চেষ্টার পর নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় নুসরাতকে উদ্ধার করা হয়।
/এডব্লিউ
Leave a reply