১১ মাস পর ডিএসইতে লেনদেন ছাড়াল ২ হাজার কোটি টাকা

|

প্রায় ১১ মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকা। রোববার (২৮ আগস্ট) সপ্তাহের প্রথম দিতে ডিএসইতে হাত বদল হয়েছে দুই হাজার একশ ৫ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৩২৮ কোটি টাকা বেশি।

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের সাথে বেড়েছে সাধারণ মূল্য সূচকও। আগের দিনের চেয়ে ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪ শ’ ১ পয়েন্টে। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে এ দিন। হাত বদল হওয়া ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৯টির। কমেছে ১০২টির। আর ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। দাম তালিকায় এগিয়েছিল ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের কোম্পানিগুলো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply