নাটোরে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ স্বাভাবিক

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সেপ্রেস ট্রেনটি ব্রেক ফেল করে স্টেশনে না থেমে চলে যায়। জংশনের কিছু দূরে গিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইন থেকে সরে যায়। এসময় চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে রেলওয়ের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘটনাটি জংশন এলাকায় হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইঞ্জিনটি উদ্ধার করে লাইনে তোলার জন্য উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে, আর দুর্ঘটনার ২ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply