পরপর রোহিত ও কোহলিকে বিদায় করে পাকিস্তানকে ম্যাচে ফেরালেন নওয়াজ

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দেয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারালেও ভালোভাবে ম্যাচে ফিরেছিল ভারত। ভিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে গড়েছিলেন ৪৯ রানের জুটি। তবে ভারতের ইনিংসে লাগাম টেনে ধরেন মোহাম্মদ নওয়াজ।

অষ্টম ওভারের চতুর্থ বলে নওয়াজকে বিশাল এক ছক্কা মারেন রোহিত। এর পরের বল ডট দেন এই স্পিনার। ওভারের শেষ বলে ফের ছক্কা মারতে গেলে লং অনে ধরা পড়েন পাকিস্তানি ফিল্ডার ইফতিখার আহমেদের হাতে। ফলে ইতি ঘটে ভারত অধিনায়কের ১৮ বলে ১২ রানের ইনিংসের।

দশম ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন নওয়াজ। ভালো মেজাজে ব্যাট করতে থাকা কোহলিকে ফেরান এবার। ক্যাচ ধরেন সেই ইফতিখার। যাওয়ার আগে কোহলি করেন ৩৪ বলে ৩৫ রান।

এর আগে ইনিংসে দ্বিতীয় বলেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। নাসিম শাহর বলে ফেরেন রাহুল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান। উইকেটে আছেন রবিন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদব।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রিজওয়ান। ভারতের হয়ে ৪ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply