চীনের বিমান প্রদর্শনী, দেখানো হচ্ছে অত্যাধুনিক বিমানের মহড়া

|

চীনের জিলিন প্রদেশে চলছে পাঁচদিনব্যাপী ‘এয়ার শো’। সমরাস্ত্র উৎপাদনে নিজেদের শক্তিমত্তার জানান দিতে এ প্রদর্শনীর আয়োজন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সব সামরিক বিমান দিয়ে দেখানো হচ্ছে যুদ্ধের নানা কৌশল। এতে অংশ নিচ্ছেন পিপলস লিবারেশন আর্মির চৌকস পাইলটরা। এ আয়োজন চলবে ৩০ আগস্ট পর্যন্ত। খবর সিসিটিভি নিউজের।

চীনের আকাশে চলছে অত্যাধুনিক সব সামরিক বিমানের চোখ ধাঁধানো আর নান্দনিক মহড়া। পাঁচদিনব্যাপী এই আয়োজন শুরু হয় ২৬ আগস্ট। নতুন সব বিমান দিয়ে দেখানো হচ্ছে যুদ্ধের নানা কৌশল। জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুন শহরে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য এই এয়ার শো আয়োজন করেছে চীন। পিপলস লিবারেশন আর্মি- পিএলএ’র প্যারাট্রুপার’রা দেখাচ্ছেন নিজেদের দক্ষতা।

অত্যাধুনিক এই বিশাল সামরিক বিমানের নাম ওয়াই- টুয়েন্টি। যার রয়েছে স্বল্প দূরত্বে উড্ডয়নের ক্ষমতা। বিরূপ আবহাওয়াতেও সেনা কিংবা যুদ্ধ সরঞ্জাম গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম ওয়াই- টুয়েন্টি। এবার জনসম্মুখে আনা হলো বিমানটির ইয়ানইয়ো-টুয়েন্টি সংস্করণ। এয়ার শোয়ের বিশেষ আকর্ষণই ছিলো এটি।

মুখপাত্র পিএলএর শেন জিনকে বলেন, পর্বত, মালভূমি এবং মহাসগরের ওপর দিয়ে এই ওয়াই টুয়েন্টি বিমান তার দক্ষতা দেখিয়েছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ওশেনিয়া এ চারটি মহাদেশকে স্পর্শ করেছে। প্রয়োজনে চীনা ভূখণ্ডের যেকোনো কোণায় পৌঁছানোর সক্ষমতা রয়েছে ওয়াই- টুয়েন্টি বিমানের, এমনকি আমরা চাইলে যেতে পারব দক্ষিণ চীন সাগরেও।

নিজেদের দক্ষতা দেখিয়েছে জে- টুয়েন্টি মডেলের এই দুটি বিমান। আকাশজুড়ে রঙ ছড়িয়ে জে-টেন মডেলের ছয়টি বিমানও ছড়িয়েছে মুগ্ধতা। এছাড়া ৩০টির বেশি যুদ্ধ বিমানের রোমাঞ্চকর নানা পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকদের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply