লক্ষ্মীপুরে ডাকাত আতঙ্ক, রাতভর লাঠি হাতে পাহারা গ্রামবাসীর

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বেড়েছে ডাকাতির ঘটনা। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। ডাকাতদলের হামলায় আহতও হয়েছেন অনেকে। ডাকাতি ঠেকাতে লাঠি হাতে রাতভর গ্রামে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। সড়কে পুলিশের চেকপোস্ট ও টহল বাড়ানোর দাবি তাদের।

গ্রামের রাস্তায় লাঠি হাতে রাতভর এলাকাবাসীর পাহারা। ডাকাতি ঠেকাতে দুই সপ্তাহ ধরে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাহারা দিচ্ছেন বাসিন্দারা। স্থানীয়রা জানায়, গেলো একমাস ধরে হঠাৎ-ই বেড়েছে ডাকাতি। প্রায়ই বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে ডাকাতদল। লুটে নিচ্ছে নগদ টাকা স্বার্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল। ডাকাতদের হামলায় আহতও হয়েছেন অনেকে।

ইউনিয়নটি চাঁদপুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর লাগোয়া। সিএনজি অটোরিকশা কিংবা পিকআপ নিয়ে হানা দিচ্ছে ডাকাতদল। ডাকাতির পর সড়ক পথে সহজেই পালিয়ে যায় তারা।

এলাকাবাসীর অভিযোগ, ডাকাতি ঠেকাতে স্থানীয় প্রশাসন খুব বেশি তৎপর নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারাও। ডাকাতি বন্ধে সড়কে পুলিশের চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply