অসময়ে তরমুজ চাষ করে সফল সুবর্ণচরের কৃষকরা

|

অসময়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। কম খরচে অধিক ফলন এবং দাম ভালো পাওয়ায় লাভবান চাষি। তাদের সফলতা দেখে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বিশেষ জাতের গ্রীষ্মকালীন তরমুজ আবাদে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেয়ার কথা জানায় কৃষি বিভাগ।

নোয়াখালীর সুবর্ণচরের জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ জাতের ব্ল্যাক কুইন, ইয়েলো ড্রাগন আর ব্ল্যাক হানি। এসব তরমুজের ভেতরের অংশের রঙ কখনো হলুদ কখনো লাল। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আবাদে খরচ কম। বাজার দরও বেশ চড়া থাকায় খুশি কৃষক।

গেল বছর এ অঞ্চলে প্রথম গ্রীষ্মকালীন তরমুজের আবাদ করেন ৫ জন চাষি, চলতি বছর ২৭ জন। তাদের সফলতা দেখে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, তরমুজ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে কৃষক।

গেল বছর উপজেলার দেড় হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ হয়েছে। চলতি বছর যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হেক্টর জমিতে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply