শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

|

সাতক্ষীরা প্রতিনিধি:

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলার সাক্ষ্য গ্রহণের ৭ম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এ সময় আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুসহ আরও অনেকে। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply