পি কে হালদারের বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

|

প্রশান্ত কুমার (পি কে) হালদার। ফাইল ছবি।

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ লেনদেন মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ৮ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবীরা চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করলে নতুন দিন ধার্য করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন তিনি। মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করে দুদক। এতে পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ উপায়ে প্রায় এক কোটি ১৭ লাখ কানাডিয়ান ডলার পাচারের অভিযোগ আনা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply