জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনা প্রকল্পের তালিকা বাতিল

|

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১৪ শ’ ৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, এরমধ্যে অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলেও জানান তিনি। সেখানে প্রশাসন, ইতিহাস, রাজনীতি, আইন , কবিতা ও কথা সাহিত্য ক্যাটাগরি থাকতে পারে। এ নিয়ে কমিটি করা হচ্ছে বলেও জানান কে এম আলী আজম। তালিকা কীভাবে হবে তা ওই কমিটি ঠিক করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply