চুরি হওয়া ৫ হাজার লিটার সয়াবিন তেল বিএনপি নেতার বাড়ি থেকে জব্দ

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন (তীর) তেল জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত শাহিন খান নামের একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরের দিকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শাহ আলম।

তিনি যমুনা নিউজকে বলেন, রোববার রাত ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে আখাউড়া পুলিশের সহযোগিতায় ঢাকার রূপগঞ্জ থানা পুলিশ এ তেলগুলো উদ্ধার করে। আটককৃত শাহিন খান উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মৃত গোলাপ খানের ছেলে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে ১৭ আগস্ট তেল ভর্তি একটি পিকআপ ভ্যান চুরি হয়। ওই চুরির মামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ধরখারের বিএনপি নেতা জহিরুল হক জুরুর বাড়ি থেকে ৫ হাজার লিটার তীর সয়াবিন তেল জব্দ করা হয়েছে। চুরির মালামাল উদ্ধারে রূপগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করেছে আখাউড়া থানা পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply