৫৮২ বিনিয়োগকারীর অর্থ ফেরত দেবে পিপলস লিজিং

|

৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীকে অর্থ ফেরত দেবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালনা বোর্ড। সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়েছে।

পিপলস লিজিং পরিচালনা বোর্ডের আইনজীবী জানান, অগ্রাধিকার ভিত্তিতে ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা প্রতিষ্ঠানটিতে ১ লাখ টাকা পর্যন্ত রেখেছিলেন তাদের অর্থ ফেরত দেয়া হবে। তাদেরকে ৩ কোটি ৭০ লাখ টাকা ফেরত দেবে পিপলস লিজিং। এর আগে গত বছরের ২৮ জুন পি কে হালদারকাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply