নরসিংদীতে ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও জরিমানা

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী: 

কাগজপত্রের বৈধতা না থাকায় নরসিংদীতে ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের পাশাপাশি মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী সদরের বাশাইল এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া । 

বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টার দুটো হলো, রেনেসাঁ ট্রমা সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, কাগজপত্রের বৈধতা না থাকায় বাশাইল এলাকার রেনেসাঁ ট্রমা সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টার নামে আরও একটি প্রতিষ্ঠানকে বন্ধ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম  ও অন্যান্য ডাক্তারদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply