আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে ইরাক

|

ইরাক আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। গতকাল সোমবার (৩০ আগস্ট) শিয়া নেতা মুক্তাদা আল সাদরের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন। খবর রয়টার্সের।

সোমবারের সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের, আহত হয়েছেন অনেকে। এ সময় প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

এদিন প্রভাবশালী নেতা মুক্তাদা আল সাদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর ছড়ায় নতুন উত্তেজনা। সোমবার টুইটবার্তায় জানান, রাজনৈতিক অচলাবস্থার অবসান না হওয়ায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই রাজপথে নেমে আসে তার সমর্থকরা। বসরা শহরেও রাস্তা অবরোধ করে হয় বিক্ষোভ, অগ্নিসংযোগ। আইনশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি।

গত অক্টোবরের নির্বাচনে সাদরের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও অন্য শিয়া দলগুলোর সাথে বিরোধের জেরে এখনও সম্ভব হয়নি সরকার গঠন। তার সমর্থকদের ওপর অস্ত্রের ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অনশনের ঘোষণাও দিয়েছেন ৪৮ বছর বয়সী সাদর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply