আবারও বন্যার কবলে ভারতের উত্তরাঞ্চল। গঙ্গার পানির উচ্চতা বেড়ে প্লাবিত হয়েছে নদীটির আশপাশের এলাকা।
ইনডিয়া টাইমসের খবর বলছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বারানসি ও প্রয়াগরাজ। তলিয়ে গেছে ওইসব এলাকার রাস্তাঘাট, বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। বসতভিটা ছাড়তে বাধ্য হয়েছে অনেকে।
তবে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়ে বহু মানুষ। তুলনামূলক উঁচু রাস্তায় খোলা আকাশের নিচেও ঠাঁই নিয়েছেন কেউ কেউ।
বারানসি প্রশাসনের তথ্য অনুযায়ী ১৮টি ওয়ার্ড ও প্রায় একশ গ্রাম তলিয়েছে পানিতে। ডুবে আছে প্রায় ২৩০ হেক্টর ফসলি জমি। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী দিল্লি ও বেঙ্গালরুর বিভিন্ন শহরে।
/এডব্লিউ
Leave a reply