রানি ভিক্টোরিয়ার আনুষ্ঠানিক অনুমোদনের প্রায় ১৮০ বছর পর ব্রিটিশ শহরের স্বীকৃতি পেলো জিব্রালটার। সোমবার (২৯ আগস্ট) শহরটিকে স্বীকৃতি দেয় ব্রিটিশ সরকার।
রয়টার্স বলছে, রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বছর উদযাপনের অংশ হিসাবে ভূখণ্ডটিকে যুক্তরাজ্যের শহরের তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করা হয়। তবে গবেষণায় দেখা যায়, জিব্রাল্টারকে ১৮৪২ সালেই ব্রিটেনের শহরের মর্যাদার জন্য অনুমোদন দিয়ে রেখেছেন তৎকালীন শাসক রানি ভিক্টোরিয়া।
১৭১৩ সালে এক যুদ্ধের পর ভূখণ্ডটিকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করে স্পেন। এরপর থেকেই এটি ব্রিটিশ শাসিত অঞ্চল হিসেবে চিন্হিত করা হয়ে আসছিল। তবে এর মালিকানা ফিরিয়ে দিতে দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে আসছিল স্পেন। এ নিয়ে ২০০২ সালে গণভোটও হয়। যেখানে বেশিরভাগ মানুষই ব্রিটেনের সাথে থাকার পক্ষে রায় দেন।
/এডব্লিউ
Leave a reply