গুম প্রতিরোধ দিবসে ঢাকায় ‘মায়ের ডাক’ এর মানববন্ধন

|

বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন করেছে মায়ের ডাক সংগঠন। অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দাবি করেছেন স্বজনরা।

তাদের দুর্বিসহ অভিজ্ঞতার বর্ণনা ও আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। এ সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর পেরিয়ে গেলেও স্বজনের কোনো খোঁজ পাচ্ছেন না তারা। অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান তারা। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে গুম বিরোধী সনদে স্বাক্ষর করার তাগিদ দেন তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply