জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নবনির্বাচিত ডেপুটি স্পিকারের

|

নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের শামসুল হক টুকু বলেন, সংসদের সকল সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান ও কার্য প্রণালী বিধি মোতাবেক দায়িত্ব পালন করবেন তিনি। শ্রদ্ধা জানানোর সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এর আগে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টুকু। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। রোববার (২৮ আগস্ট) পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন। এদিন সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply