চিলিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ

|

চিলির আন্দোলনরত শিক্ষার্থীরা।

চিলিতে মাধ্যমিক শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের দাবি বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাজধানী সান্তিয়াগোতে হয় এ পাল্টাপাল্টি সংঘাত। খবর দ্য গার্ডিয়ানের।

এদিন ছাত্রদের আন্দোলন বন্ধের আহ্বান জানায় প্রশাসন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। জবাবে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, শিক্ষার মানোন্নয়নসহ, ফ্রি যাতায়াত ব্যবস্থা, যৌনশিক্ষা বিষয়ক অধ্যায় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা, ইন্টার্নশিপের ব্যবস্থার দাবিতে গত সপ্তাহ থেকে বিক্ষোভ করছেন দেশটির মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। তবে তাদের দাবি মানার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply