গাজীপুরে টিসিবির পণ্যে অনিয়মের অভিযোগ

|

টিসিবির পণ্য সংগ্রহ করছেন কার্ডধারীরা। ফাইল ছবি।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একটি কার্ডের বিনিময়ে প্রতিজনকে একবার পণ্য দেয়ার কথা থাকলেও টাকার বিনিময়ে একাধিকবার এসব পণ্য দেয়া এবং নিন্মমানের পেঁয়াজ সরবরাহ করার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে টিসিবির এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়। সেখানে ৪৬৫ টাকায় ২ কেজি ঢাল, ২ কেজি তেল, ১ কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ দেয়া হয় কার্ডধারীদের। এ সময় পঁচা পেঁয়াজ বিতরণ করতেও দেখা যায়।

বিষয়টি সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কার্ডধারীদের পঁচা পেঁয়াজ দিতে নিষেধ করা হয়েছে। যদি এমনটি হয় তা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply