মার্কিন ড্রোন আটক করলো ইরান, পারস্য উপসাগরে উত্তেজনা

|

প্রকাশিত একটি ভিডিওর স্ক্রিনশটে দেখা যায়, ইরানি একটি জাহাজ মার্কিন ড্রোনটিকে টেনে নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত

মার্কিন ড্রোন আটক করাকে কেন্দ্র করে পারস্য উপসাগরে আবারও সামরিক উত্তেজনা ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৩০ আগস্ট) পারস্য উপসাগরে নিয়মিত টহলে ছিল পঞ্চম নৌবহর। এ সময় মার্কিন নৌবাহিনীর একটি ড্রোন আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জাহাজের সাথে এটিকে টেনে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় ইরানি নৌবাহিনীর জাহাজ।

আরও পড়ুন: ক্রমেই জটিল হয়ে উঠছে ইরাকের রাজনীতি, পদত্যাগের হুমকি প্রধানমন্ত্রীর

এ সময় দেখা দেয় সামরিক উত্তেজনা। ইরানি জাহাজ লক্ষ্য ছুটে যায় মার্কিন যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার। পরে দু’পক্ষের আলোচনার মাধ্যমে স্বাভাবিক হয় পরিস্থিতি। তেহরানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পারস্য উপসাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরি হওয়া নতুন কিছু নয়। এ বছরের জুনেই অঞ্চলটিতে মার্কিন জাহাজকে ধাওয়া-পাল্টা ধাওয়া করা নিয়ে তৈরি হয় উত্তেজনা। সে সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি জাহাজ ইউএসএস সিরোক্কোর দিকে অপ্রত্যাশিতভাবে তেড়ে যায় ইরানের রিভল্যুশনারি গার্ডের একটি দ্রুতগামী নৌযান। সে সময় কাছাকাছি অবস্থান করছিল আরও দুটি ইরানি নৌযান। মার্কিন জাহাজ থেকে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply