টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বন্যার্তদের জন্য মাত্র ৩ ঘণ্টায় ৫শ কোটি রুপি সংগ্রহ করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান খান।
টেলিথন নামে এই প্রক্রিয়ায় টেলিফোনে এবং ভিডিও কনফারেন্স করেন পিটিআই প্রধান। পাকিস্তান এবং বিদেশে অবস্থিত তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের সাথে সরাসরি কথোপকথন হয় ইমরান খানের। এ সময় তাদের কাছ থেকে ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেন।
পিটিআই প্রধান জানান, ২০১০ সালেও ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নিয়েছিলেন তিনি। চলতি বছর বন্যা পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা নিয়ে ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: চীনা ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে তাইওয়ানের সেনাবাহিনী, প্রথম পাল্টা ব্যবস্থা
প্রসঙ্গত, পাকিস্তানে বিগত কয়েকদিনে প্রবল বন্যা দেখা গেছে। এখনও উন্নতি হয়নি পরিস্থিতির। দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু প্রদেশে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, বাড়িঘর। চলমান বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে কমপক্ষে ১ হাজার ১৩৬ জনের। ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
সূত্র: আরব নিউজ।
জেডআই/
Leave a reply