মিষ্টিকুমড়ার ‘নৌকায়’ ৬১ কি.মি. পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লেখালেন হ্যানসেন

|

নিজের ৬০তম জন্মদিনে গিনেস বুকে নাম তুলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডুয়ান হ্যানসেন। একটি মিষ্টিকুমড়ার খোলে বসে দেশটির দীর্ঘতম নদী মিসৌরিতে নেমে পড়েছেন, এবং পাড়ি দিয়েছেন ৬১ কিলোমিটার পথ।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেব্রাস্কায় ঘটেছে এ ঘটনা।

মিষ্টিকুমড়ার যে ‘নৌকায়’ ৬১ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন ডুয়ানে হ্যানসেন, সেই মিষ্টিকুমড়াটি নিজের ক্ষেতেই উৎপাদন করেছেন তিনি।

ক্ষেত থেকে তোলার সময় কুমড়াটির ওজন ছিল ৩৮৪ কেজি। তোলার পর সেটির ভেতরের অংশ ফাঁকা করে সেটিকে ‘নৌকা’ বানান হ্যানসেন। এই কাজটি তিনি নিজেই করেছেন।

তারপর ২৭ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নৌকা নিয়ে মিসৌরি নদীতে নামেন, এবং সাধারণ নৌকার মতোই বৈঠা বাওয়া শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেষ হয় তার ‘নৌকাভ্রমণ’; এই ১১ ঘণ্টার মধ্যেই নদীর ৬১ কিলোমিটার পথ পাড়ি দেন ডুয়ানে হ্যানসেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply