এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলই তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে এখন আছে আসর থেকে বাদ পড়ার শঙ্কায়। কিন্তু এরই মধ্যে কথার লড়াইয়ে নেমেছে দুই দল। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার কথার জবাবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, শ্রীলঙ্কায় বিশ্বমানের কোনো বোলারই নেই, আমাদের সাকিব-মোস্তাফিজ আছে।
বাংলাদেশের পরিকল্পনা তাদের জানা এবং বাংলাদেশকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে আখ্যা দিয়ে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের কথা যদি বলি, ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের। এ ছাড়া তাদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সহজ হবে।
এ কথাকে ভালোভাবে নেননি খালেদ মাহমুদ সুজন। বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মোস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।
আরও পড়ুন: বাংলাদেশের পরিকল্পনা জানা, ওরা সহজ প্রতিপক্ষ: শানাকা
/এম ই
Leave a reply