সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া এলাকায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন মিহাদ আহম্মেদ (২০) নামের এক কলেজছাত্র। তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সদর উপজেলার মালাকার বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। রাতেই ওই ছাত্রের বাবা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
কলেজছাত্রের পিতা সোয়েব আহমেদ রাজা জানান, তার ছেলে মিহাদ আহমেদ স্থানীয় খাবাশপুর আদর্শ কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলার বয়ড়া গ্রামের শরিফ (২৮), জয়দেব (২১) ও নাজমুল (২২) বালিটের ব্রিজের পূর্বপ্রান্তে মাদক সেবন করছিলো। এ সময় তার ছেলে মিহাদ ও তার বন্ধু ইমন তাদের মাদক সেবনে বাধা দেয় এবং বিষয়টি লোকজনকে জানিয়ে দেয়ার কথা বলে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে গালাগালি করে ও দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
এই ঘটনার জের ধরে বুধবার দুপুরে সদর উপজেলার মালাকার বাড়ি মোড়ে তার ছেলে মিহাদ ও তার বন্ধু ইমনকে প্রথমে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে আসামিরা তার ছেলেকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান চোখ ও পিঠে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় মিহাদকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, কলেজছাত্রকে কুপিয়ে আহত করার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এটিএম/
Leave a reply