গাজীপুরে লাইসেন্স বিহীন করাতকল পরিচালনায় মালিকের কারাদণ্ড

|

গাজীপুর প্রতিনিধি:

লাইসেন্স বিহীন করাতকল পরিচালনার অভিযোগে গাজীপুরের দুই করাতকল মালিককে দুই মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রমমাণ আদালত।

দণ্ডিতরা হলেন, গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার সরকার ‘স’ মিলের মালিক মো. ফজলুর রহমান (৬০) ও আমতলী এলাকার সিকদার ‘স’ মিলের মালিক আব্দুর রহিম।

ভ্রমমাণ আদালতের বিচারক রাফে মোহাম্মদ ছড়া জানান, বুধবার দুপুরে গাজীপুর মহানগরের হাড়িনাল এবং সদর উপজেলার আমতলী এলাকায় চারটি করাতকলে অভিযান চালানো হয়। পরে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অভিযোগে করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২’র দুইটি ধারায় দুইটি করাতকল মালিককে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply