জিতলে সুপার ফোর, হারলে এশিয়া কাপের এই আসর থেকে বিদায়; এমন সমীকরণের ম্যাচে নিয়মিত কোনো ওপেনার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের উদ্ধোধন করেছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করেছেন মিরাজ। মাত্র ২৬ বলে ৩৮ রানে ফেরেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ ইতিবাচক ক্রিকেট খেলতে থাকেন দুই ওপেনার। পাওয়ার ক্রিকেটে আসতে থাকে বাউন্ডারি। তবে ১৯ রানের মাথায় আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির। তবে ওপেনিংয়ে নামা আরেক ব্যাটার মিরাজ মুগ্ধ করছেন তার ধুমধারাক্কা ব্যাটিংয়ে।
উইকেটের চারদিকে শট খেলে পাওয়ার প্লের ফায়দা তোলেন মিরাজ। কখনো ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি। কখনো স্কুপে ছক্কা। পাওয়ার প্লেতে মিরাজ করেন ৩৮ রান। খেলেন মাত্র ২৪ বল। যেখানে দলের মোট রান ৫৫।
তবে ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা। তার গুগলি বুঝতে না পেরে দলীয় ৫৮ রানের মাথায় বোল্ড হন মিরাজ।
জেডআই/
Leave a reply