টানা বৃষ্টি-পাহাড়ী ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

|

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপজ্জনক অবস্থায় রয়েছে প্রতিরক্ষা বাঁধের অন্তত ২০টি স্থান। এদিকে সুরমার পানি নগরীর খাল বেয়ে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে । নগরীর সোবহানীঘাট, মেন্দিবাগ, মাছিমপুর এলাকায় বেশ কিছু বাড়ি ঘরে পানি উঠেছে। দুই নদীর পানি বেড়ে জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রামে পানি ঢুকেছে।

সারি ও পিয়াইন নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে গোয়াইনঘাট ও জৈন্তুাপুর উপজেলার নিম্নাঞ্চল। পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এ চার উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব অঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply