যে জন্য তুরস্কে নোঙ্গর করেছে ইউক্রেন থেকে যাওয়া শস্যবাহী জাহাজ

|

ইস্তাম্বুল বন্দরে ইউক্রেনীয় শস্যবাহী জাহাজ 'নেভি স্টার'।

যান্ত্রিক ত্রুটির কারণে তুরস্কে জরুরি যাত্রাবিরতি করেছে ইউক্রেন থেকে ছেড়ে যাওয়া শস্যবাহী জাহাজ ‘নেভি স্টার’।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে ইস্তাম্বুলে নোঙর করে নৌযানটি। গত জুলাই মাস থেকে জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য পরিবহন শুরুর পর থেকেই এ প্রথম এমন ঘটনা ঘটলো।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ৩৩ হাজার টন শস্য পরিবহনকালে পথিমধ্যে রাডার নষ্ট হয়ে যায় ‘নেভি স্টার’ নামের ওই জাহাজটির। সে সময় ইস্তাম্বুলের কোস্টগার্ডের সহায়তায় নিরাপদে উপকূলে নোঙর করে নৌযানটি। ঘটেনি কোনো হতাহতের ঘটনা। জাহাজটি মেরামত করে পুনরায় সচল করতে কাজ করছে তুরস্ক। ৪৯২ ফুট দীর্ঘ জাহাজটি নোঙরকালে ব্যস্ততম বন্দরটিতে দেখা দেয় ব্যাপক যানযট।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply