মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সু চির দলের অন্য দুই সদস্যকেও তিন বছর করে সাজা দেয়া হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার (১ সেপ্টেম্বর) তাদের এ সাজা দেয়া হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় সামরিক বাহিনী। এরপরেই তাকে গৃহবন্দী করে জান্তা সরকার। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সু চির বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা করেছে দেশটির সেনাবাহিনী। এরমধ্যে বেশ কয়েক মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজাও হয়েছে তার বিরুদ্ধে।
/এনএএস
Leave a reply