রাজধানীতে বাড়তি ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র অভিযান

|

বিআরটিএ এর অভিযান।

রাজধানীতে বাসের বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। ভাড়ার তালিকা না থাকা ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে বেশকিছু বাসের চালককে জরিমানা করা হয়েছে। পয়েন্টে পয়েন্টে বাস থামিয়ে যাত্রীদের সাথে কথা বলছেন আভিযানিক দলের সদস্যরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি স্থানে একযোগে চলছে বিআরটিএ এর এই অভিযান। এ নিয়ে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনুর রুবাইয়াৎ জানান, শুক্রবার ছুটির দিন ভেবে কেউ যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে তাই আজও অভিযান চলছে। কেউ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বিআরটিএ এর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য পাঁচ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমায় বাস ভাড়া কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্ধারিত ভাড়ায় প্রতি কিলোমিটারে কমেছে পাঁচ পয়সা। এই ভাড়া বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply