টাইগারদের ব্যর্থতায় মুষড়ে পড়েছেন সুজন

|

এশিয়া কাপে চরম ব্যর্থতার পর মুষড়ে পড়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাইতো এড়িয়ে গেছেন গণমাধ্যমকে। ক্রিকেট থেকে চেয়েছেন এক দিনের ছুটি।

দুবাইয়ে টাইগারদের আবাসস্থল ছিল হিলটন হোটেল। অন্যান্য দিন কোলাহলে পূর্ণ থাকলেও হিলটন এদিন যেন ছিল মলিন, ধুসর। বাংলাদেশের এশিয়া কাপ শেষ হওয়াতেই হয়তো। অবশ‍্য সাকিব আল হাসানকে দেখে  সেটি বোঝা বড় দায়। মনের ভেতর বয়ে যাওয়া ঝড় লুকাতে যে বড় ওস্তাদ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

এশিয়া কাপের ব‍্যাথর্তা ভুলে এবার সামনে তাকানোর পালা। সেটিই জানান দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। জানালেন, কিছুদিনের বিরতির পর তিনজাতি সিরিজের জন‍্য মিরপুরে হবে ৩ দিনের অনুশীলন ক‍্যাম্প।

আরও পড়ুন: সাকিব ক্লাসের দুষ্টু ছেলে, তবে বোর্ডের সাথে দ্বন্দ্ব ভালো না: অজয় জাদেজা

শুক্রবার (২ সেপ্টেম্বর) মধ‍্যরাতে দুবাই ত‍্যাগ করবেন ক্রিকেটাররা। বাংলাদেশে পৌঁছাবেন আগামীকাল সকালে। এশিয়া কাপের কালো অধ‍্যায়টা দুবাইতেই রেখে যেতে চাইবেন ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচামরার ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচের আগে কথার লড়াই কম হয়নি দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানদের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। যার জবাবে সুজন বলেছিলেন, শ্রীলঙ্কায় সাকিব কিংবা মোস্তাফিজ মানের কোনো বোলারই নেই। সুজনের কথার জবাব মাঠে দেয়ার জন্য লঙ্কান ক্রিকেটারদের বলেছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply