অর্থনৈতিক পুনর্গঠনে শ্রীলঙ্কাকে ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তা বা বেইল আউট দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। লঙ্কান সরকারের সাথে ৯ দিনের বৈঠকের পর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আসে এ ঘোষণা।
বর্তমানে চুক্তিটি সংস্থাটির বোর্ড সদস্যদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সুতরাং, কবে নাগাদ বেইল আউটের অর্থ হাতে পাবে লঙ্কান সরকার সেটি অনিশ্চিত।
আইএমএফ বলছে, চার বছর ধরে কলম্বোকে দেয়া হবে অর্থ সহযোগিতা। বিনিময়ে কিছু শর্তও মানতে হবে লঙ্কান সরকারকে। যার মধ্যে অন্যতম হচ্ছে, আগে নেয়া ঋণ পরিশোধের নিয়মনীতি পরিবর্তনে দাতাদের সাথে নতুনভাবে চুক্তিবদ্ধ হওয়া। তাছাড়া, রাজস্ব হার বৃদ্ধি, ভর্তুকি বন্ধ, বিনিময় হার নমনীয় করার পাশাপাশি নিশ্চিত করতে হবে রিজার্ভ পুনর্গঠন।
এরইমধ্যে, করহার বাড়িয়েছে লঙ্কান প্রশাসন। চলতি সপ্তাহেই দেশটির জ্বালানি ও বিদ্যুতের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে। পাঁচ হাজার ১০০ কোটি রুপি পরিশোধ করতে না পারায়, শ্রীলঙ্কাকে এ বছর দেউলিয়া ঘোষণা করা হয়েছে।
লঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, ইতিহাসে প্রথমবার শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। সহসা আমাদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। তবে, আইএমএফ- এর সহযোগিতার মাধ্যমে নতুন অর্থনৈতিক যুগের সূচনা দেখবে শ্রীলঙ্কা। সেজন্য, রফতানি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সবাই মিলে ব্যয় সংকোচন করলে, হতে পারে অবস্থার উন্নয়ন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
জেডআই/
Leave a reply