তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

|

ডয়েচে ভেলে থেকে নেয়া ছবি।

তাইওয়ানের রাজধানী তাইপের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দেশটির কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ডয়েচে ভেলের।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ওয়াশিংটনের পক্ষ থেকে তাইপের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে দেশটির কাছে অস্ত্র বিক্রির এ ঘোষণা আসে। তাইওয়ান নিয়ে চীনের সাথে উত্তেজনার মধ্যেই এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

জানা গেছে, যেসব মার্কিন অস্ত্র সরবরাহ করা হবে তারমধ্যে অন্যতম হলো রাডার ওয়ার্নিং সিস্টেম এবং হারপুন মিসাইল। তাইওয়ানের কাছে এ অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে তাইওয়ান প্রশ্নে কংগ্রেসে দুই উভয় দলই সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই। তাই কংগ্রেস তাইওয়ানের কাছে নতুন করে এসব অস্ত্র বিক্রির অনুমোদনও শিগগিরই দেবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তার ওই সফরকে কেন্দ্র করে নতুন মাত্রা পায় চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply