সাতক্ষীরায় চা দোকানির মাথাবিহীন মরদেহ উদ্ধার, ৪ দিনেও গ্রেফতার হয়নি কেউ

|

ভূক্তভোগী চা বিক্রেতা ইয়াছিন আলী।

সাতক্ষীরায় চা দোকানি ইয়াছিন আলীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। ৪ দিন পার হলেও এখনও গ্রেফতার হয়নি কেউই। এমনকি বিচ্ছিন্ন মাথাটিও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় মামলা হলেও এখনও জানা যায়নি কে বা কারা কেনো এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা ইয়াছিন আলী পেশায় একজন চা দোকানি। নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে দোকান থেকে কাজের কথা বলে তাকে একজন ডেকে নিয়ে যায়। পরদিন সকালে শহরের বকচরা এলাকার বাইপাস সড়কের পাশ থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। নিরীহ প্রকৃতির ইয়াছিনের কোন শত্রু ছিলো না বলে জানান এলাকাবাসী। তার এমন মৃত্যুতে হতবাক স্থানীয়রা।

নিহতের স্বজনরা বলছেন ব্যবসার প্রয়োজনে টাকা ধার নিয়েছিলেন ইয়াসিন। এর মধ্যে কিছু টাকা শোধও করেন তিনি। বাকি টাকার জন্য তাকে চাপ দিচ্ছিলো পাওনাদার। নিহতের এক স্বজন জানালেন, ১২-১৩ হাজারের মতো টাকা পেতো। এরমধ্যেই দোকানে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। সেদিন তাকে নিয়ে যাওয়ার সময় নাইট গার্ডরা দেখছিলো।

হত্যাকাণ্ডের ৪ দিন পার হলেও নিহতের বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে নেই তেমন অগ্রগতি। তবে হত্যায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স.ম কাইয়ুম বলেন, অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমরা তদন্ত করছি।

ইয়াসিনের মস্তকবিহীন মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকার অন্যদের মাঝেও ছড়িয়েছে আতঙ্ক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply