এখনও উন্নতি হয়নি পাকিস্তানের বন্যা পরিস্থিতির। নতুন করে প্লাবিত হয়েছে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি এলাকা।
দেশটির এক তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। দুর্গত এলাকাগুলো থেকে আরও দুই হাজার বাসিন্দাকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে ৩ কোটির বেশি বাসিন্দাকে সহায়তা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ায় বেড়েছে ভোগান্তি, মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা।
সরকারি হিসাব অনুযায়ী, চলমান দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২শর বেশি মানুষ। যার মধ্যে চার শতাধিক শিশু। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কমপক্ষে ৬৫ হাজার ঘরবাড়ি। বৃষ্টিপাত বেড়ে বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া বিভাগ।
/এডব্লিউ
Leave a reply