মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

|

ছবি: সংগৃহীত।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় আলম সফিক নামের এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইমরান (৩২) নামের আরেক বাংলাদেশির বিরুদ্ধে। এরই মধ্যে দেশটির আদালতে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত ইমরান। ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আদালত আগামী ২৩ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার একটি আদালতে এ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয় মোহাম্মদ ইমরানকে। তিনি মালয়েশিয়ায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত আছেন। এদিন ম্যাজিস্ট্রেট নুর ফাদ্রিনা জুলখাইরির আদালতের সামনে মামলার চার্জটি পড়ে শোনানোর পর মাথা নেড়ে হত্যার দায় স্বীকার করেন ইমরান।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট স্থানীয় সময় রাতে পেনাং রাজ্যের কমপ্লেক্স আস্তাকা বুকিত গেডুংর বায়ান বারুর প্রবেশদ্বারে আলম সফিককে হত্যা করে ইমরান। মালয়েশিয়ার দন্ডবিধির ৩০২ ধারার অধীনে ওঠা অভিযোগটিতে আসামি দোষী সাব্যস্ত হলে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে না আসায় রায়ের দিন পিছিয়েছেন আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply