লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুইটি ড্রোন আটক করেছে ইরান

|

লোহিত সাগর থেকে যুক্তরাষ্ট্রের ড্রোন চালিত দুইটি নৌযান আটক করেছে ইরান। এ নিয়ে আবারও সামরিক উত্তেজনা ছড়িয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। খবর রয়টার্সের।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) লোহিত সাগরে দুইটি নৌযান আটক করে ইরান। ড্রোনচালিত নৌযান দুইটি জরিপ ও তল্লাশীর কাজে ব্যবহৃত হয়। এরপরই উত্তেজনা দেখা যায় দুই দেশের নৌবাহিনীর মধ্যে। আটকের কয়েক ঘণ্টা পর মার্কিন ড্রোন দুটি ছেড়ে দেয় ইরানি নৌবাহিনী।

তেহরানের অভিযোগ, সমুদ্রসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ড্রোন ইস্যুতে দু’বার উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply