নাইজেরিয়ায় মসজিদ থেকে মুসল্লি অপহরণ

|

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি মসজিদে নামাজ শুরুর ঠিক আগমুহূর্তেই অস্ত্রের মুখে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জামফারার জুগু শহরের জুমুয়াত কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ চলাকালে ওই মুসল্লিদের তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা।

নাইজেরিয়ার জামফারা প্রদেশের রাজধানী গুসাউ থেকে ১৭০ কিলোমিটার দূরের শহর জুগু। জামফারা প্রদেশ পুলিশের মুখপাত্র মোহাম্মেদ শেহু জানান, ঠিক কতজন মুসল্লিকে অপহরণ করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, যখন তারা মসজিদে ঢোকে, সে সময় আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা। মসজিদে ঢোকার পরেই কাপড়ের আড়াল থেকে অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা এবং সেখান থেকে বেশ কয়েকজন মুসল্লিকে জিম্মি করে নিয়ে যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply