ফের সহিংসতায় উত্তাল লিবিয়া

|

ছবি: সংগৃহীত

ফের সহিংসতায় উত্তাল হয়েছে লিবিয়া। গেল দু’দিনে রাজধানী ত্রিপোলির চারপাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই পক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, দেশটির ওয়ারসাফালা জেলা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রশাসনের অনুগতরা। ত্রিপোলির কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে নতুন প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার সমর্থকরা। এখনো শহরের বড় অংশের দখল বিদায়ী প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেহবাহর সমর্থকদের হাতে। যা নিয়ে অস্থিতিশীল হয়ে পড়েছে অঞ্চলটি।

গেল সপ্তাহে সাবেক সরকার প্রধানকে রাজধানী ছাড়ার নির্দেশ দেয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত চরম সংঘাত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সোমালিয়ায় খাবারের ট্রাকে জঙ্গি হামলা, লুটপাটের পর নারী ও শিশুসহ ট্রাকের সবাইকে হত্যা

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply