সিঁধ কেটে ঘরে ঢুকে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা, আলোচিত মামলায় ১৭ জনের যাবজ্জীবন

|

খুলনার তেরখাদা উপজেলার আলোচিত পিতা-পুত্র হত্যা মামলায় ১৯ আসামির মধ্যে ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে রয়েছেন ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম। আসামিরা ২০১৯ সালের ৬ আগস্ট গভীর রাতে উপজেলার পহরডাঙ্গা গ্রামে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সিঁধ কেটে ভিকটিমের ঘরে প্রবেশ করে পিতা হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ১৬ জনকে নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন পিরু শেখের স্ত্রী মাহফুজা বেগম। তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ৩০ আগস্ট যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করেন বিচারক। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খুশি হলেও অসন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply