শুরুর ঝড় শেষে না মিললেও পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্য দিলো ভারত

|

ভিরাটের ব্যাটে নিয়মিতই মিলছে রানের দেখা। ছবি: সংগৃহীত

নিয়মিত বিরতিতে ভারতের উইকেটের পতন ঘটিয়ে ভারতের রানের ঝড় অনেকটাই থামাতে পেরেছে পাকিস্তান। তাই এক সময় ভারতের সম্ভাব্য স্কোর হিসেবে দুইশো রানের কথা উঁকি দিলেও তা থেকে কিছুটা দূরে, ১৮১ রানেই থামতে হয়েছে ভারতকে। শেষ ওভারে ফখর জামান দুটি হাস্যকর ফিল্ডিং মিস না করলে আরও কমেই রোহিত শর্মার দলকে আটকাতে পারতো পাকিস্তানে। ভিরাট কোহলির ৬০ রানের সাথে অন্যান্যদের ছোটখাট ক্যামিওতে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং টার্গেটই দিতে পেরেছে ভারত।

এশিয়া কাপের সুপার ফোরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে ভারত-পাকিস্তানের মহারণ। টস হেরে ব্যাট করতে নেমেই মাঠে ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম ৫ ওভারের মাঝে দুই ওপেনার দলকে এনে দেন ৪টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। রান রেট প্রায় দশের ঘরে যাওয়ার পর টাইমিংয়ে গড়বড় করে আউট হন রোহিত শর্মা। ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ২৮ রান করেন ভারতীয় অধিনায়ক।

ছবি: সংগৃহীত

পরের ওভারেই শাদাব খানের বলে লং অনে ক্যাচ দিয়ে বিদায় নেন লোকেশ রাহুল। রোহিতের মতো তিনিও আউট হয়েছেন ব্যক্তিগত ২৮ রান করে। এরপর ১০ বলে ১৩ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে ডিপ ফাইন লেগে আসিফ আলীর হাতে ধরা পড়েন সূর্যকুমার। এরপর রিশাভ পান্ত ঝড় তোলার ইঙ্গিত দিয়েও অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ১২ বলে ১৪ রান করে আউট হন।

ভালো করতে পারেননি হার্দিক পান্ডিয়াও। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ হাসনাইনের বলে সফট ডিসমিসাল হয়ে ফেরেন পাকিস্তানের সাথে সপ্তাহখানেক আগের ম্যাচের এই নায়ক। দীপক হুদাও রান করেছেন রিশাভ পান্তের গতিতে। ১২ বলে ১৪ রান করে বলকে সীমানা ছাড়া করতে গিয়ে নাসিম শাহর বলে মোহাম্মদ নাওয়াজের ক্যাচে পরিণত হন তিনি।

ক্যাচ ধরার প্রতিযোগিতায় অবতীর্ণ খুশদিল শাহ ও ফখর জামান। ছবি: সংগৃহীত

তবে উদ্বোধনী জুটির পর ক্রিজে এসে দলের ব্যাটিংয়ের দায়িত্ব নিয়ে শেষ ওভার পর্যন্ত দুর্দান্ত ব্যাট করে গেছেন বড় ম্যাচের ব্যাটিং মায়েস্ত্রো ভিরাট কোহলি। বাউন্ডারি, ওভার বাউন্ডারির ফুলঝুরি না ছুটিয়েও রানিং বিটুইন দ্য উইকেটে দুর্দান্ত এই ব্যাটার ১৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৪৪ বলে ৬০ রান। পাকিস্তানের পক্ষে শাদাব খান নিয়েছেন ২ উইকেট। এছাড়া নাসিম, হাসনাইন, হারিস ও নাওয়াজ প্রত্যেকে নিয়েছেন ১টি করে উইকেট।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply