মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজের মারমুখি জুটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। দলীয় ৬৩ রানে ফখর জামানের বিদায়ের পর রিজওয়ানের অ্যাঙ্কর রোলের সাথে বোলিং অলরাউন্ডার নওয়াজের প্রতি বলকেই সীমানা ছাড়া করার প্রবণতায় ভর করে বড় টার্গেটের দিকে সহজেই এগিয়ে যাচ্ছিল বাবর আজমের দল। তবে এই হার্ড হিটারের বিদায়ের পর আবারও ম্যাচে ফিরে এসেছে ভারসাম্য।
বাবর আজমের উইকেট শুরুতেই ফেলে দিয়ে উজ্জীবিত হয়ে উঠেছিল রোহিত শর্মার দল। এরপর রানের গতি নিয়ন্ত্রণের মধ্যেই রেখে ফখর আজমকেও সাজঘরে পাঠিয়ে দেয় যুজবেন্দ্র চাহাল। কিন্তু এরপর ব্যাটিং অর্ডারে এগিয়ে নামানো হয় মোহাম্মদ নওয়াজকে। কিছুটা অবাক করা এই সিদ্ধান্তই যেন ম্যাচে অনেকটা এগিয়ে দেয় পাকিস্তানকে। ভুবনেশ্বর কুমারের বলে দীপক হুদার হাতে ক্যাচ দেয়ার আগে ২০ বলে এই বোলিং অলরাউন্ডার খেলেন ৪২ রানের ঝড়ো ইনিংস।
তবে এখনও পাকিস্তানের সম্ভাবনাকে উজ্জ্বল রেখেই ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ব্যাট এখন ব্যাট করছেন ৬৫ রান নিয়ে। প্রতিবেদনটি লেখার সময় পাকিস্তানের রান ছিল ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান। জয়ের জন্য এখনও পাকিস্তানের দরকার ২৪ বলে ৪৩ রান।
এর আগে, এর আগে, ভিরাট কোহলির ৬০ রানের ইনিংসের সাথে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত।
/এম ই
Leave a reply