এক দশকেরও বেশি সময় পর ইসরায়েলে নোঙর করেছে তুরস্কের একটি যুদ্ধজাহাজ। তুরস্কের এক কর্মকর্তা জানান, ভূমধ্যসাগরে ন্যাটোর কৌশলের অংশ হিসেবে শনিবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করে তুর্কি যুদ্ধজাহাজ ফ্রিগেট কেমালরিস।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের একটি নৌ-জাহাজ ইসরায়েলে এসেছে। জাহাজটির ক্রুদের তীরে নামার অনুমতি দিতে আঙ্কারা একটি প্রাথমিক অনুরোধ জমা দিয়েছে।
গত মাসে ইসরায়েলের সাথে ফের পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় তুরস্ক। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি পদক্ষেপ ছিল রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া। ইসরায়েলের তরফে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। তুরস্কও তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে এর অর্থ এটা নয় যে, তুরস্ক ফিলিস্তিন ইস্যু পরিত্যাগ করবে।
/এনএএস
Leave a reply