ম্যাচের ফলাফল যাই হোক, বাবর আজমের মুখভঙ্গি সব সময়ই শান্ত। ভারতের বিপক্ষে স্নায়ক্ষয়ী ম্যাচ জয়ের পর এ নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তান অধিনায়ক বলেন, আমি সবকিছুই সহজভাবেই করতে চাই। তবে এই জয় সম্পূর্ণই দলীয় প্রচেষ্টার ফসল।
বাবর আজম আরও বলেন, আমি মনে করি, ভারত যেভাবে পাওয়ার প্লে কাজে লাগিয়েছে তাতে তারা তখন কিছুটা এগিয়ে ছিল। তবে আমাদের বোলাররা তাদের রানের গতি আটকাতে সক্ষম হয়েছে। আজ আমি ব্যাট হাতে ভালো করতে পারিনি। তবে রিজওয়ান ও নওয়াজের জুটি ছিল অসাধারণ।
মোহাম্মদ নওয়াজের ব্যাটিং অর্ডারে অনেকটাই এগিয়ে এনে দারুণ এক জুয়াই যেন খেলেছেন পাকিস্তান অধিনায়ক। সে প্রসঙ্গে বাবর আজম বলেন, আমি ভেবেছিলাম নওয়াজকে ব্যাট করতে পাঠানোটা ভালো সিদ্ধান্ত হবে। কারণ, ভারতের দু’জন লেগস্পিনার তখন বল করছিল। নওয়াজের ব্যাটিং তাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে বলেই ভেবেছি। আর সেটা কাজেও দিয়েছে। এছাড়া আমাদের ফাস্ট বোলার ও স্পিনাররা ডেথ ওভারে চমৎকার বল করে আমাদের ম্যাচে টিকে থাকতে সাহায্য করেছে।
আরও পড়ুন: কৃতিত্ব পাকিস্তানের, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে: রোহিত
/এম ই
Leave a reply