ছাগলে জমির ফসল খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

|

পাবনা প্রতিনিধি:

পাবনার সুজানগর উপজলোয় ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজলোর ভায়না ইউনয়িনরে চর বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার বিকেলে ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে আক্কাস বিশ্বাস ও গোলাম শেখের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদরে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে র্কতব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply